আওয়ামীলীগকে আজকাল বিএনপি পরিচালিত করে, আর ছাত্রলীগকে ছাত্রদল পরিচালিত করে?!
অরাজকতার নেপথ্যে যারা শিরোনামে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীঃ
যে খাবারের দোকানে বাকবিতণ্ডা নিয়ে ঢাকা কলেজের দুজন শিক্ষার্থীকে মারধোর ও ছুরিকাঘাত করা হয়, সেই দোকানের মালিক এডভোকেট মকবুল হোসেন। (নিউমার্কেট থানা বিএনপির সভাপতি)
ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর হামলার মূল কুশীলব ও উষ্কানিদাতা আমির হোসেন।
(নিউমার্কেট থানা যুবদলের আহবায়ক) মার্কেটে ৫ টা দোকানের মালিক, এক সময় বিএনপি’র নাসিরুদ্দিন পিন্টুর ডানহাত ছিলো।
নিউমার্কেট এলাকার ফুটপাত নিয়ন্ত্রণ করে মিজান (নিউমার্কেট থানা, ১৮ নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি, সব ডিল করে মিজানের স্ত্রী ময়না)
জিয়াউদ্দিন টিপু- চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা, রায়শ্রী উত্তর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক। নিউমার্কেটে ৯ টা দোকানের মালিক।
মূলত, থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেনের নির্দেশে তার ক্যাডার মোহাম্মদ আমির, মোহাম্মদ বিল্লাল, মোহাম্মদ জাহাঙ্গীর, পাগলা শফিক, টুন্ডা শফিক, মোহাম্মদ রাজ্জাক এবং নিউমার্কেট থানা সেবক দলের খান মনির, মোহাম্মদ জিতু, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ ইকবাল এরা কলেজ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায়!
আরও তথ্য আসছে, শীঘ্রই সুনির্দিষ্টভাবে জানা যাবে।
গোলাম রাব্বানীর এই পোস্টের নিচে কমেন্ট করেছেন গণঅধিকার পরিষদের রাশেদ খান। তিনি বলেন, রাব্বানী ভাই, ঢাকা কলেজের ১০-১২ জনকে নিয়ে গিয়েছিলো কে?
যে ১০-১২ জন গিয়েছিলো, তারা কি ছাত্রদল?
এই ১০-১২ জন যদি ছাত্রদল হয়, তাহলে পুরো ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ভুল মেসেজ দিয়েছে এই ১০-১২ জন। কারা এরা? কিভাবে ছাত্রদলের রাজনীতি করে আবার আবাসিক হলে থাকে?
আবার দেখলাম ঢাকা কলেজের অনেকে মেয়র তাপসের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে….
আর পুলিশ এই বিএনপির নেতাকর্মী দোকানীদের পক্ষ নিলো?
আওয়ামীলীগ ক্ষমতায় থাকা অবস্থায় এটা সম্ভব?
তাহলে আওয়ামীলীগকে আজকাল বিএনপি পরিচালিত করে, আর ছাত্রলীগকে ছাত্রদল পরিচালিত করে?!
আসল ঘটনা প্রকাশ করুন, রাব্বানী ভাই।
আপনি জানেন সবকিছু।