শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এডিসি হারুন!

রমনা জোনের এডিসি হারুন সাহেব, যিনি শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি চালানোর নির্দেশ দিয়েছেন, গুলি শেষ বলে একজন পুলিশ সদস্যকে থাপ্পড় পর্যন্ত মারেন! এমন মারমুখো উগ্র আচরণ কোনভাবেই দায়িত্বশীল কারো থেকে প্রত্যাশিত নয়।

ওসি নিউমার্কেট কাইউম সাহেব, যিনি অন্যায় আচরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদকে ছাত্ররাজনীতির নাম দিয়ে আজীবনের তরে খেয়ে দেয়ার হুমকি দেয়!

গতরাতে ঈদের আগে ব্যবসায়ীদের খুশী করতে শিক্ষার্থীদের বিরুদ্ধে এই দুজনের অতি উৎসাহী মারমুখী আচরণেই পরিস্থিতি আজ এই অবস্থায় দাঁড়িয়েছে।

নিউমার্কেট থানা এরিয়াতে ২০ এর অধিক মার্কেট, সরকারি জায়গা, সড়ক, ফুটপাত দখল করে গড়ে ওঠা কয়েক হাজার অবৈধ হকারী দোকান থেকে প্রতিদিন চাঁদা তোলা হয়, এজন্য আলাদা লাইনম্যান নিয়োগ করা আছে। তো, লাইনম্যান কাদের নিয়োগ করা, কে বা কারা এই বিপুল পরিমাণ চাঁদা নেয়, সেই ভাগ কার কার কাছে পৌঁছায়??

তদন্ত করলেই সব থলের বিড়াল বের হয়ে আসবে।

গোলাম রাব্বানী
সাবেক সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *