কনস্টেবলকে এডিসির থাপ্পড়, যা বললেন ডিএমপি কমিশনার
থাপ্পড় কাণ্ডে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘আমি ভিডিও দেখিনি। কী পরিস্থিতিতে এডিসি অন্য সদস্যকে ধাপ্পড় মেরেছেন! রমনার ডিসি যদি রিপোর্ট করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের লক্ষ্য করে পুলিশের রাবার বুলেট ছোড়ার নির্দেশ দিয়েছেন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশিদ।
এসময় গুলি শেষ হয়ে যাওয়ায় এক সদস্যকে ধাপ্পড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এডিসি হারুনের প্রত্যাহারও দাবি করেছেন শিক্ষার্থীরা।
ডিএমপি কমিশনার বলেন, প্রথমে আমরা চেষ্টা করেছি শিক্ষক এবং ছাত্র নেতাদের মাধ্যমে ছাত্রদের ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করানোর। ব্যবসায়ী নেতাদের মাধ্যমে ব্যবসায়ী-শ্রমিকদেরও মার্কেটের ভেতর নেয়ার চেষ্টা করা হয়েছে।
শিক্ষক ও ব্যবসায়ীরা এসেছেন, কেউ কেউ হয়তো একটু দেরি করে এসেছেন, তারা আসার পর আমরা ছাত্র ও শ্রমিকদের শান্ত করতে বলছি। আমরা শুরু থেকেই চেষ্টা করেছি যাতে কোনো ধরণের সংঘাত সৃষ্টি না।
তিনি আরও বলেন, যখন দেখছি কেউ কথা শুনছে না তখনই আমরা অ্যাকশনে গেছি। পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।
একটা ছাত্র আহত হওয়ায় সারা ঢাকা শহরে আগুন জ্বলে গেল! কিন্তু পুলিশের আসলে এই সংঘাতে কোনো লাভ নেই। আমরাও চাই না সংঘাত হোক বা কেউ আহত হোক।