ছাত্রলীগ কর্মী নিহত
ইফতার কিনতে যাওয়ার সময় নাটোরের সিংড়ায় মাসুম আলী (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় রাণীনগর-নলডাঙা এলাকায় ইফতার কিনতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত যুবক শেরকোল কান্দিপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক এর ছেলে। তিনি শেরকোল ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মাসুম আলী মোটরসাইকেল চালিয়ে স্থানীয় বাজারে ইফতার কিনতে যাচ্ছিলেন।
এ সময় একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ বাড়িতে নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবীব রুবেল নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।