নাকচ করেছে বিএনপি
জার্মান রাষ্ট্রদূত আশিম ট্র্যোস্টারকে ভুলভাবে উদ্ধৃত করার অভিযোগ নাকচ করেছে বিএনপি। রাষ্ট্রদূতের নাম উল্লেখ করে কোনো কোট করা হয়নি বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার রাষ্ট্রদূতের অভিযোগের প্রতিক্রিয়ায় আমীর খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমে বলেন, আমরা ওইদিন কি বলেছি এটাতো বিভিন্ন প্রত্রিকা ও টেলিভিশনে এসেছে। এটাতো একেবারেই পরিস্কার।
তিনি বলেন, আমরা তো ওনাকে কোট করে কিছুই বলিনি। আমরা আমাদের কথা বলেছি। আমরা যেটা বলেছি এটা ছিলো জেনারেল স্টেটমেন্ট। আমরা বলেছি, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো আমাদের দেশের মানবাধিকার, নির্বাচন নিয়ে উদ্বিগ্ন। আর এতোদিন পরে ওনি কেন এটা বলছেন সেটা আমরা বুঝতে পারছি না।
তিনি বলেন- ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ বাংলাদেশের মানবাধিকার, নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। আর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশ যে উদ্বেগ প্রকাশ করছে এটাতো কোনো লুকোচুরির কিছু না।