‘এভাবে বাড়তে থাকলে শ্রীলংকার মতো হয়ে যাবে অচিরেই’

এলপিজির দাম আরও বাড়ল শীর্ষক সংবাদটি ফেসবুক পেজে প্রচারিত হলে নানা ধরনের কমেন্টে মেতে উঠেন নেটিজেনরা। সংবাদটি ছিল-প্রতি কেজি এলপিজির দাম ১১৬ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম ঘোষণা করেছে। যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর করা হবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিইআরসি।

MD Faruk Ahamed বলেন, যে অবস্থা চলতেছে এভাবে বাড়তে থাকলে শ্রীলংকার মতো হয়ে যাবে অচিরেই তখন আর উন্নয়নের নামে হরিলুটের গল্প সামনে আসবে

প্রানী চিকিৎসক আহসান হাবীব বলেন, জয় বাংলা।এই তো দেশের উন্নয়ন

Md Amin বলেন, জনসাধারণ এতো দাম দিয়ে কিনতে পারবেন কিনা সংশ্লিষ্ট প্রশাসনের কোন সদিচ্ছা বা মাথা ব্যথা নাই, প্রতি সপ্তাহে এলপিজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র লাফিয়ে লাফিয়ে বেড়েই যাচ্ছে অথচ রাষ্ট্রের সংশ্লিষ্ট নীতি নির্ধারকগণ জনসাধারণের দুর্গতি দূর করার লক্ষ্যে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না ।

Faridul Islam বলেন, এত বাড়তে থাকলে জনজীবন অতিষ্ট হয়ে পরবে,সরকারের উচিত লাগাম টেনে ধরা

Chowhan Bd বলেন, এতো দাম দিয়ে জন সাধারণ কিনতে পারবে কিনা সরকার বুঝার চেষ্টা করে না

Alamin Hossain বলেন, এলপিজি দামের সারথে আবারও নৌকায় ভোট চাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *