আওয়ামী লীগ যুবলীগের ধাওয়া-পাল্টা ধাওয়াঃ যুবলীগ নেতার গুলিবর্ষণ
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেন। তবে এতে কেউ হতাহত হয়নি।
সদ্য গঠিত গাংনী উপজেলা আওয়ামী লীগের কমিটি রাজাকার মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলনের ৭ ঘণ্টা পর গত সোমবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও যুবলীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ‘রাজাকার, অনুপ্রবেশকারী ও হাইব্রিডমুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদ নাম দিয়ে গাংনী উপজেলা যুবলীগ, আওয়ামী লীগ ও কৃষক লীগের কয়েকজন নেতা সংবাদ সম্মেলন করেন।
মেহেরপুর জেলা প্রেস ক্লাবে গত সোমবার দুপুরে ওই পরিষদের আহ্বায়ক ইসমাইল হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ১৮ বছর পর গত ১০ই এপ্রিল ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের অভিযোগ পাশ কাটিয়ে গাংনী উপজেলা কমিটি গঠন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।
যার সভাপতি মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন ও সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুল উভয়ে রাজাকারপুত্র। বিএম মোজাম্মেল হক কাউন্সিলরদের অভিযোগ আমলে না নেয়াতে তারা সম্মেলন বয়কট করেন বলে দাবি করেন। এ প্রসঙ্গে গাংনীর এমপি সাহিদুজ্জামান খোকন জানান, তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি।
১৮ বছর গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার রাজনৈতিক কর্মকাণ্ডে মুগ্ধ হয়েই প্রধানমন্ত্রী তাকে নৌকা প্রতীক দেন।
এদিকে গত সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন তার ক্যাডার বাহিনীকে সঙ্গে নিয়ে গাংনী শহরে নিজেই পিস্তল উঁচিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করেন।
মোশাররফ হোসেনের গুলিবর্ষণের প্রতিবাদে গত সোমবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গাংনী উপজেলা শহরে তাৎক্ষণিকভাবে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ-র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। তবে মোশাররফ হোসেনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
অপরদিকে মোশাররফ হোসেনসহ তার লোকজনকে আটক ও তাদের শাস্তির দাবিতে রাতেই গাংনী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ঘটনায় উপজেলা যুবলীগের পক্ষ থেকে বলা হয়, নবগঠিত গাংনী উপজেলা আওয়ামী লীগ কমিটি রাজাকার মুক্ত করার দাবিতে গত সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করার পর এদিন সন্ধ্যা রাতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিপু উপজেলা যুবলীগের কার্যালয়ে হামলা করেন। আত্মরক্ষার্থে উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন নিজ নামীয় লাইসেন্স করা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তাৎক্ষণিকভাবে মোশাররফ হোসেনকে পুলিশি হেফাজতে নেয়া হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনার পর থেকে গাংনী উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মোশাররফ হোসেনের ব্যবহৃত পিস্তলটি লাইসেন্সকৃত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।