ক্ষমতা হারানো নিয়ে বিরল স্বীকারোক্তি দিলেন ইমরান খানের দলের নেতা

সেনাবাহিনীর সঙ্গে দূরত্বের কারণেই ক্ষমতা হারিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার দল। পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা এবং সাবেক তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী পরোক্ষভাবে এই স্বীকারোক্তি দিয়েছেন। খবর ডনের।

ইমরান খান সরকারের তথ্য মন্ত্রী ফাওয়াদ চৌধুরী বুধবার বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেন, সরকার ক্ষমতায় থাকতে পারতো যদি এস্টাব্লিশমেন্টের সঙ্গে দূরত্ব তৈরি না হতো। এ কথা দ্বারা মূলত তিনি পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে ইমরান খান সরকারের সম্পর্কের টানাপোড়েন বুঝিয়েছেন।

ফাওয়াদ চৌধুরী আরও স্বীকার করেন, বিগত কয়েক মাস যাবত তাদের (সেনাবাহিনী) সঙ্গে দলের সম্পর্ক আটকে ছিল।
পাকিস্তানের সাবেক এই তথ্য মন্ত্রী বলেন, ইমরান খান কখনোই লেফটেন্যান্ট জেনারেল ফায়েজ হামিদককে সেনাপ্রধান করতে চাননি। তিনি সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে ব্যাপক চেষ্টা করেছেন।

জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। তিনি দাবি করে আসছিলেন, এ অনাস্থা প্রস্তাব বিদেশি ষড়যন্ত্রের অংশ। একটি বিদেশি রাষ্ট্রের (যুক্তরাষ্ট্রের) ‘হুমকির চিঠির’ সঙ্গে এর যোগসূত্র রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের বিরোধী দলগুলো এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।

গত ৯ এপ্রিল জাতীয় পরিষদে বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে বিদায় নেন ইমরান খান। এরপর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন বিরোধীদলীয় নেতা ও পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ। তবে বিদেশি ষড়যন্ত্র আখ্যা দিয়ে অনাস্থা ও প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটির অধিবেশন বর্জন করেন ইমরানের দলের আইনপ্রণেতারা। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে নিরপেক্ষ থাকার ঘোষণা দেয় দেশটির সামরিক বাহিনী। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *