হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতির বিরুদ্ধে ওয়ারেন্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে। একই সঙ্গে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাসের বিরুদ্ধেও ওয়ারেন্ট জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা ওয়ারেন্টের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। ডিজিটাল নিরাপত্তা আইনে
অ্যাডভোকেট খোকন সাহা নারায়ণগঞ্জ শহর ও মহানগর আওয়ামী লীগের দীর্ঘ ২৬ বছর যাবৎ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বিএনপি-জামাতের একাধিক মামলায় আসামী ছিলেন। এছাড়াও চাষাঢ়ায় আওয়ামী লীগের অফিসে বোমা হামলার মামলার বাদী ছিলেন।
এড. মাহমুদা মালা জানান, ‘জিউস পুকুর দেবোত্তর সম্পত্তি। বাংলাদেশের কোন আইনে দেবোত্তর সম্পত্তি ক্রয়-বিক্রিয়ের নিয়ম না থাকলেও মেয়র সেলিনা হায়াৎ আইভীর পরিবারের সদস্যরা নিজেদের নামে পুকুরটি লিখিয়ে নিয়েছেন।
তিনি বলেন, ‘সেই পুকুর দখলমুক্ত করতে সামাজিক-ব্যবসায়িক-আইনজীবীসহ ২২টি সংগঠনের সঙ্গে আন্দোলন করতে গিয়ে মামলার আসামী হন এড. খোকন সাহা। ’ সামাজিক অস্থিরতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ঘটানোর উদ্দেশ্যে ‘হিন্দুস লাইভস মেটারস’ ইউটিউব চ্যানেলে দেওয়া বক্তব্যের অভিযোগ এনে ২০২১ সালের ৪ জানুয়ারি খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
এ বিষয়ে অ্যাডভোকেট খোকন সাহাকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
তবে মামলার অপর আসামি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ দাস বলেন, আমরা আইনগত ভাবেই মামলার মোকাবিলা করব। তবুও জিউস পুকুর রক্ষা আনাদোলন থেকে আমাদের নিবৃত করতে পারবে না।
বিষয়টি নিয়ে রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহ জামানেন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওয়ারেন্ট সম্পর্কিত কোন কাগজপত্র আমার হাতে এসে পৌঁছেনি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সমরপাদক শিখন সরকার শিপন বলেন, আইভীর পরিবারের হাত থেকে দেবোত্তর সম্পত্তি জিউস পুকুর রক্ষার আন্দোলন করতে গিয়ে খোকন সাহা ও প্রদীপ দাস আইসিটি আইনে মামলার শিকার হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।