‘মেট্রোরেলে ফার্মগেট থেকে উত্তরা মাত্র ১০ মিনিটেই যাচ্ছে যাত্রীরা’
মেট্রোরেল ভ্রমণের অভিজ্ঞতা মন্ত্রীকে জানাচ্ছেন নেটিজেনরা। প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak ৭ এপ্রিল ২০১৯-এ তার ভেরিফাইড ফেসবুক আইডীতে মেট্রোরেল সম্পর্কিত একটি পোস্ট দিয়েছিলেন। যেখানে লেখা ছিল।
২০১৯ সালেই যাত্রা শুরু করবে মেট্রোরেল
প্রতি ঘণ্টায় চলাচল করবে প্রায় ৬০ হাজার যাত্রী।
– প্রথম ধাপঃ উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত।
কাজ শেষ হবেঃ ২০১৯ সালের ডিসেম্বরে।
– দ্বিতীয় ধাপঃ ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত।
কাজ শেষ হবেঃ ২০২০ সালের ডিসেম্বরে।
মন্ত্রীর এই পোষ্টে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন নেটিজেনরা। সংবাদটি লেখা পর্যন্ত ২ হাজারের অধিক মানুষ কমেন্ট করে সেই পোস্টটিতে। কমেন্টসহাবের সংগৃহীত কিছু কমেন্ট নিচে দেওয়া হলো।
Tafsir Ahmed লিখেন,
…. ফার্মগেট থেকে উত্তরা মাত্র ১০ মিনিট লাগলো । এত্ত সুন্দর সার্ভিস দাদা বলার বাইরে । অসাধারণ দাদা । আর রেলের মধ্যে এত্ত মজাদার মিষ্টি কুমড়োর কুমদানি খেলুম আহা এখনো মুখে লেগে আছে । এক্কেবারে ১ এর ক । আপনাদের প্রশংসার ভাষা খুজে পাচ্ছিনা দাদা।
Somel Bhuiya লিখেন,
মেট্রোরেলের হেলপাররা যথা উপযুক্ত দায়িত্ব পালন করে না, বামে পাল্ষ্টিক ডানে পাল্ষ্টিক এগুলো বলে না। যেকোন সময় বড়ো ধরণের দূর্ঘটনা ঘটতে পারে।
S Islam Razu লিখেন,
টাইম ট্রাভেল নিয়া এক্সপেরিমেন্ট করতে ২০২২ সালে গেছিলাম। যেয়ে দেখি বাঙালি আমাদের মেট্রো নিয়া মজা নিতেছে।
এদিকে টাইম ট্রাভেল শেষে আবার মেট্রোতে ফিরে এসে দেখি এক হকার উইঠা পড়সিলো মেট্রোতে ইফতারের আগ মূহুর্তে ইফতারি বেঁচতে। নগদে পাবলিকের মধ্যে লাইগা গেলো কুমড়ার বেগুনি নিয়ে মারামারি। এর মধ্যে কোন এক হারামজাদায় দিসে পাদ মাইরা।
এসব দেইখা আবার দিলাম টাইম ট্রাভেল। এবার গেলাম ২০৫২ সালে সেখানে দেখি আমার নাতি পুতিরা মূলার বেগুনি খাইতে খাইতে গল্প করছিলো “আমাগো দ্যাশে এবার মেট্রো হইবোওওও! আররর জ্যাম হইবোনা ”
Lahaduzzaman Lahad লিখেন,
আজকে মেট্রোরেলে উত্তরা থেকে আগারগাঁও আসার সময় টিকেটের সাথে এক প্যাকেট ইফতারীও দিয়েছিল। প্যাকেট খুলে দেখি সেখানে বেগুনের পরিবর্তে মচমচে মিষ্টি কুমড়ার চপ।খুব হতাশ হলাম😒
Sabbir Raj Hussain লিখেন,
আজ মেট্রোরেল চড়েচিলাম চমৎকার লাগছিলো উওরা থেকে গুলিস্তান আসছি মাত্র ৫ মিনিট ৫ সেকেন্ডে সেই সাথে মেট্রোরেলের ভিতরে বসে (শসার বেগুনি) খেয়ে খেয়ে আসছি, আসলে নিজেকে অনেক ভাগ্যবান লাগতেসিলো। ধন্যবাদ বাংলাদেশের প্রধানমন্ত্রী চেক হাচিনা আফাকে এত সুন্দর একটা ব্যাবস্থা জনগণকে করে দেওয়ার জন্য 🙏
Syed M. Naeim লিখেন,
আলহামদুলিল্লাহ গত ২ বছর ধরে প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল যাচ্ছি ।খুবই আরাম ও শান্তি পাচ্ছি ।ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় ।
Abdus Salam Joy লিখেন,
মেট্রোরেল ওয়াও… দূদান্ত সার্ভিস।গতকাল ২.৩০ মিনিটে রওনা দিয়ে উত্তরা থেকে যাত্রাবাড়ী আসছি ৬.৩০ মিনিটে। বলার ভাষা নাই।
SH Shahin লিখেন,
আমি ২০১৯ সাল থেকেই প্রতিদিন যাতায়াত করছি,খুবই ভালো সার্ভিস।তবে ইদানিং কিছু কিছু হেল্পার চার্ট অনুযায়ী ভাড়া না নিয়ে বেশি ভাড়া দাবি করছে😭।এব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি 🙁।
‘মোঃ আসিফ’ লিখেন,
২০১৯ থেকে প্রায় ৩ বছর যাবত নিরিবিচ্ছিন্ন সার্ভিস দিয়ে যাওয়ায় অন্তরের গভীর থেকে মেট্রোরেলের প্রতি তৈরী হয়েছে এক বুক ভালোবাসা…..
৬০ হাজার মানুষকে প্রতিঘন্টায় নিরিবিচ্ছিন্ন সার্ভিস দেওয়ায় মেট্রোরেলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ !!