‘মানুষ এরকম দুঃসহ অবস্থা আর দেখেনি’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘দেশের মানুষ এরকম দুঃসহ অবস্থা আর কখনো দেখেনি।’
তিনি বলেন, ‘জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। মানুষ এই অবস্থা থেকে মুক্তি চায়। এজন্যে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে স্কাইসিটি হোটেলে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলপূর্ব আলোচনায় দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
আয়োজক সংগঠনের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার সভাপতিত্বে সদস্য সচিব নূরুল হক নূরুর পরিচালনায় অনুষ্ঠানে কর্নেল (অব.) মিয়া মনিরুজ্জামান, মেজর (অব.) ডা. বদরুল আলম সিদ্দিকী, ডা. আব্দুল মালেক ফরাজী, স্কোয়াড্রন লিডার আলী মাহমুদ খান, মো. শাহজাহান বাদশা, অধ্যাপক ডা. মো. মামুন খান, ব্রিগেডিয়ার জেরারেল (অব.) প্রফেসর হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ