উচ্চ মাথাপিছু জিডিপি শ্রীলংকাকে রক্ষা করতে পারেনি, বাংলাদেশ কোনপথে?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক আনু মুহাম্মদ (Anu Muhammad) বলেছেন, দক্ষিণ এশিয়ায় উচ্চ মাথাপিছু জিডিপি শ্রীলংকাকেরক্ষা করতে পারেনি। যে প্রক্রিয়ায় জিডিপি বাড়ানো আর তথ্য আড়াল করে ‘উন্নয়ন’ দেখানো হয়েছে সেটাই কাল হয়েছে।

গত ৫ এপ্রিল নিজের ফেসবুক আইডী এই অর্থনীতিবিদ বলেন, শ্রীলংকার মাথাপিছু আয় বাংলাদেশ, ভারত, পাকিস্তানের চাইতে বেশি।

বাংলাদেশের মতো জিডিপি আর মাথাপিছু আয়ের বৃদ্ধি নিয়ে সারাক্ষণ ‘রোল মডেল’ দাবি আর উৎসবের খবর না পেলেও বাংলাদেশের মাথাপিছু আয় যেখানে ২৫৯০ মার্কিন ডলার (নতুন হিসাবে), শ্রীলংকায় সেখানে ৩৮৩০ মার্কিন ডলার।

অপরিণামদর্শী নীতি, বাণিজ্যিক ঋণনির্ভরতা বৃদ্ধি, বিচার বিবেচনাহীন মেগা প্রজেক্ট, এক পরিবারের নেতৃত্বে ব্যাপক দুর্নীতির বিস্তার আর সেইসাথে প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতি শ্রীলংকার অর্থনীতিকে পথে বসিয়েছে।

দক্ষিণ এশিয়ায় উচ্চ মাথাপিছু জিডিপি তাকে রক্ষা করতে পারেনি বরং যে প্রক্রিয়ায় জিডিপি বাড়ানো আর তথ্য আড়াল করে ‘উন্নয়ন’ দেখানো হয়েছে সেটাই কাল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *