‘বিশেষ উদ্দেশ্য হাসিলে পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে’

সাম্প্রদায়ীক ঘটনাবলী সরকারের বানানো বা বিশেষ উদ্দেশ্য হাসিলে পরিকল্পিতভাবে ঘটানো বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নূর। গতকাল নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই দাবি করেন।

নুর বলেন, টিপকান্ড, মুন্সীগঞ্জ, নওগাঁর মহাদেবপুরের ঘটনা এবং আওয়ামীপন্থী সাংবাদিক, বুদ্ধিজীবীদের রঞ্জিত উপস্থাপনা, ছাত্রলীগের মাঠে নামা বিষয়গুলো বিশেষ উদ্দেশ্য হাসিলে পরিকল্পিতভাবে ঘটনা বলে মনে হচ্ছে।

অবশ্যই যে কোন নিপীড়ন,সাম্প্রদায়িকতার তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করি। তবে রাজনৈতিক ফায়দা নিতে মাঝে মাঝেই এই তথাকথিত সাম্প্রদায়িকতার ধোঁয়া তোলা, জঙ্গিবাদ,উগ্রবাদের গল্প বানানো সরকারের পুরনো কৌশল। কাজেই সরকারের অপতৎপরতা থেকেও আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

নুর বলেন, গত বছর মোদি বিরোধী আন্দোলনে কি করেছে সেটি তো সবারই জানা আছে। বিনা ভোটের সরকার তার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতে নানা অপকৌশল, অপতৎপরতায় ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *