ঢাকা শহরে ইবলিশের কিছু অনুসারী এসে যা দেখল…
কবি মুসা আল হাফিজ তার ফেসবুক পেজে ঢাকা ওয়াসাকে নিয়ে নিয়ে একটি পোস্ট করেছেন। কমেন্টসহাবের পাঠকদের জন্য সেটি এখানে দেওয়া হলো।
ইবলিশ তার অনুসারিদের আদেশ করলো প্রতিটি দেশের রাজধানীতে যাও এবং গুরুত্বপূর্ণ পরিষেবার মধ্যে বিঘ্ন তৈরী করো।
ঢাকা শহরে কিছু অনুসারী এলো । ঢাকায় এসে হালাল হোটেলে ছাগলের নামে শেয়ালের মাংশ দিয়ে তৈরী বিরিয়ানী দেখে বিস্মিত হলো। সকলের বেলা গেলো মৌজ-মাস্তি করে। বিশেষ কাজ নেই।
দিন শেষ হবার আগেই তারা ফিরে গেলো ইবলিশ সকাশে। ইবলিশ বললো এখনো ইসরাইলে প্রেরিত কর্মীরা ফেরেনি, তোমরা ফিরে এলে?
তারা বললো স্যার, ঢাকা শহরে দুর্নীতির এমন সব আইডিয়া আগেই সেট করা আছে, যা আমাদের মাথায়ও ছিলো না।
ইবলিশ বললো, তোমরা কি পরিষেবা ক্ষেত্রগুলোতে গিয়েছিলে?
সবাই বললো হ্যাঁ, গিয়েছি।
শুধু একজন বললো, আমাকে যেতে হয়নি কর্মক্ষেত্রে।
ইবলিশ জানতে চাইলো কারণ।
অনুসারী বললো আমাকে দায়িত্ব দেয়া হয়েছিলো ঢাকা ওয়াসায়। কিন্তু শহরে প্রবেশ করেই পিপাসা পেলো। ওয়াসার পানি মুখের কাছে আনার পরে সেখানে যে মাত্রার দুর্গন্ধ লক্ষ্য করলাম, বুঝতে পারলাম আমি সেখানে ঢুকে পরিষেবাকে এর চেয়ে বেশি দুর্গন্ধযুক্ত করতে পারবো না।