ডাকের জন্য অপেক্ষা করতে বললেন ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে ইসলামাবাদ অভিমুখে মিছিল করার জন্য জনসাধারণকে ‘তার ডাকের জন্য অপেক্ষা করার’ আহ্বান জানিয়েছেন। গালফ নিউজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান বৃহস্পতিবার রাতে লাহোর শহরে তেহরিক-ই-ইনসাফ পার্টি আয়োজিত এক বিশাল জনসমাবেশে বলেন, আমি শুধু পিটিআই সমর্থকদের নয়, বরং সব পাকিস্তানিদের আহ্বান জানাচ্ছি। রাস্তায়, শহরে, গ্রামে সবাইকে প্রস্তুত করতে হবে। আর আমার ডাকের জন্য অপেক্ষা করুন। আমি এটা পরিষ্কার করতে চাই যে আমি কোনো সংঘর্ষ চাই না।
লাহোরের আইকনিক মিনার-ই-পাকিস্তান স্মৃতিস্তম্ভে আনুমানিক অর্ধ মিলিয়ন মানুষের সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইমরান খান তার সমর্থকদের ইসলামাবাদে পরবর্তী বিক্ষোভের জন্য প্রস্তুত হতে বলেন। এ সময় তিনি দেশকে ‘প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র’ অর্জনের পথে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।
সমাবেশে নতুন নির্বাচন না দেওয়া পর্যন্ত বিক্ষোভের ঘোষণা দেন তিনি।