‘নির্বাচনকে সামনে রেখে সরকার ধর্মীয় ইস্যু তৈরি করে দেশে সংঘাত সৃষ্টির পায়তারা করছে’
নির্বাচনকে সামনে রেখে সরকার ধর্মীয় ইস্যু তৈরি করে দেশে একটা সংঘাত সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। শুক্রবার নিজের ফেসবুক পেজের একটি পোস্টে এই অভিযোগ করেন তিনি।
সেই পোস্টের কিছু মন্তব্যঃ
HàBíb Islåm বলেছেন,
সম্পূর্ণ পরিকল্পিতভাবে একটার পর একটা ইস্যু সৃষ্টি করা হচ্ছে,যাতে মানুষ ক্ষিপ্ত হয়ে কিছু করবে উনারা সেইটার ফসল ঘড়ে তুলবে।
MD MANIR MOLLA বলেছেন, সম্পূর্ণ পরিকল্পিত ভাবে আগামী নির্বাচনকে ঘিরে একটি ষড়যন্ত্র শুরু করছে।
আশা করি এ দেশের জনগণ পরিকল্পনা বাস্তবায়ন করতে দিবে না। ইনশাআল্লাহ
Minhazur Rahman Sunny বলেছেন, নির্বাচন আসলেই কি আর না আসলেই কি, ভোট তো দেয় কবরবাসীরা ।