দুই গ্রুপের সংঘর্ষে আ.লীগের ২ জন নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আ.লীগের ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা শহরের চৌগাছা বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর যুগান্তরের।

এ বিষয়ে সংশ্লিষ্ট কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন জানান, পৌরসভার টোল আদায়কে কেন্দ্র করে গতকাল রাত থেকেই শহরে উত্তেজনা চলে আসছিল ।তারই জের ধরে আজ সকালে এ ঘটনা ঘটেছে।

তিনি জানান, পৌর এলাকায় আগে যারা টোল আদায় করতেন তাদের এবার টোল আদায় না করার কথা ছিল। কিন্তু গতকাল রাতে পৌর মেয়র আগের যারা টোল আদায় করতেন তাদেরকেই ইজারা দেন ।এতে করে এই সংঘর্ষের সৃষ্টি হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে ।এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত দুজনই সরকারি দলের সদস্য।তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

খবরটি ফেসবুকে প্রচারিত হলে বিভিন্ন মন্তব্যে মেতে উঠেন নেটিজেনরা।

Omar Faruk Ahmed বলে, যাক বছরের শুরুটা অন্তত নিজেদের ঐতিহ্য অনুযায়ী শুরু করতে পেরেছে।

Billal Sowdagor প্রতিটি মৃত্যুই দুঃখ জনক। আমরা এইসব বেদনা দায়ক ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না।

Mohammad Azad Hossain শক্তিশালী বিরোধীদল না থাকায় নিজেরাই নিজেদের প্রতিপক্ষ।

Kutubuddin Nahin, নতুন বছরের প্রথম উপহার 😭😭😭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *