‘বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না’: মঙ্গল শোভাযাত্রায় তিতুমীর কলেজ

মুক্তিযুদ্ধের গানে নববর্ষ উদযাপন করতে দেখা গেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষকদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসের মূল ফটকে মঙ্গল শোভাযাত্রার মিছিলে এই গান গায় কলেজের শিক্ষকরা। এরপরেই এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকরা এমন ভুল কিভাবে করতে পারেন এমন প্রশ্ন তুলছেন নেটিজেনরা। কলেজের শিক্ষার্থীরাসহ নেট দুনিয়ায় অনেকেই এই ভিডিও দেখে ট্রল করছেন।

এই মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. মহিউদ্দিন। এ ব্যাপারে তিনি মানবজমিনকে বলেন, আমরা প্রথমে পহেলা বৈশাখের গান গেয়েছিলাম। এরপর দেশাত্মবোধক গান গেয়েছি। তখন ভুলে এই গান গাওয়া হয়েছে।

এটা অবচেতন মনে হয়েছে। আমরা দুই লাইন এই গান গাওয়ার পর সাথে সাথে বন্ধ করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *