আওয়ামী লীগ নেতার হাত কেটে নিয়েছিল ফাবলু মিয়া
সিলেটের গোলাপগঞ্জে আওয়ামী লীগ নেতার হাত কেটে নেওয়ার ‘মূলহোতা’ ও মামলার আসামি ফাবলু মিয়াকে (৩৬) গ্রেফতার করা হয়েছে।
রোববার উপজেলার আমুড়ার শীলঘাটের রংপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার বিকালে উপজেলার আমুড়ার শীলঘাট কুমারপাড়া গ্রামে পাওনা টাকার বিরোধের জেরে ছিনু মিয়া চৌধুরীর বাম হাত কেটে নেয় প্রতিপক্ষ আমুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও আমুড়া ইউনিয়নের শীলঘাট গ্রামের মৃত হিরা মিয়া চৌধুরীর ছেলে।
এ ঘটনায় ছিনু মিয়ার ভাতিজা সালমান আহমদ চৌধুরী রাতে ঘটনায় অভিযুক্ত একই ইউনিয়নের শীলঘাট রংপুর গ্রামের মৃত হাবিব আলীর ছেলে আব্দুল মন্নানকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করে থানায় একটি দায়ের করেন।
এ ঘটনার পর অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দুল মন্নানের ছেলে মাহাদীকে (১৬) গ্রেফতার করে পুলিশ।পরে অভিযান চালিয়ে ঘটনার হোতা মামলার এজাহারভুক্ত আসামি আমুড়ার শীলঘাটের রংপুর গ্রামের মৃত তসিদ আলীর ছেলে ফাবলু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম যুগান্তরকে জানান, মামলার অপর আসামিদের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।