বদিকে মারল কে?
কক্সবাজারের টেকনাফে দলীয় সভায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও তার অনুসারীরা তিন নেতাকে মারধর করেছেন। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ। ওই কমিটি সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
গত শুক্রবার টেকনাফে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় আব্দুর রহমান বদি ও তার অনুসারীদের হাতে মারধরের শিকার হন দলের সহসভাপতি ইউসুফ মনো, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ ভুট্টো এবং স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক মাহমুদুল হক। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ইফতার পার্টিতে এ ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এফএ)