জাতীয় সরকার গঠন করবে বিএনপি
ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকে আওয়ামী লীগ দেশের বিভিন্ন সেক্টরকে ধ্বংস করে দিয়েছে।
বিএনপি ক্ষমতায় গেলেও দেশকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে অনেক কষ্ট করতে হবে। এ কারণে দেশের স্বার্থে বিএনপি আগামী দিনে জাতীয় সরকার গঠন করবে।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা নিউমার্কেটের ঘটনায় গ্রেফতারকৃত বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তিসহ সব নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মহানগরীর ভুবনমোহন পার্কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা দুলু বলেন, আওয়ামী লীগের মদদপুষ্ট ছাত্রলীগের হেলমেট বাহিনীর সন্ত্রাসী তাণ্ডবে ঢাকার নিউমার্কেট এলাকায় নাহিদ ও মুরসালীন নামের দুই যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
এই ঘটনায় অন্যায়ভাবে বিএনপি নেতা মকবুলকে গ্রেফতার করা হয়েছে। দুই দিন ছাত্রলীগ তাণ্ডব চালিয়েছে। এ সময় পুলিশ চুপ ছিল। মকবুলকে গ্রেফতার করে সরকার বুঝাতে চায় এই ঘটনায় বিএনপি জড়িত। গণমাধ্যমে নামসহ প্রকাশ হয়েছে নিউমার্কেটের ঘটনায় ছাত্রলীগের কোন কোন নেতাকর্মী জড়িত।
এসময় তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, এ ধারা অব্যাহত থাকলে ঈদের পর থেকে এক দফা আন্দোলন ঘোষণা করা হবে। আর এটি হবে সরকার পতনের আন্দোলন। আর সরকার পতনের মধ্য দিয়ে জনগণের ভোট দেয়ার অধিকার প্রতিষ্ঠা করা হবে।
এ সময় তিনি রাজশাহী বিএনপির নেতাকর্মীদের আগামী দিনে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
দুলু বলেন, বুলবুল অসুস্থ তাই এ সভায় আসতে পারেননি। মিলন এসেছেন। বিএনপি একটি বড় দল, দলের মধ্যে মানঅভিমান থাকতে পারে। ঈসা ও মামুনের নেতৃত্বে রাজশাহী মহানগর বিএনপি একত্রিত হয়ে এগিয়ে যাবে। বিএনপির ঘাঁটি রাজশাহীর মাটি। আগামীতে মান অভিমান ভুলে সব নেতাকে একত্রিত করা হবে।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব মামুন আর রশিদসহ মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের নেতাকর্মীরা।