বন্য শূকরের হামলায় মারা গেলেন চন্দন

মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ী চা বাগানে বন্য শূকরের হামলায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কিয়েটিভ কনজারভেশন এলাইন্সের ফিল্ড এসিসটেন্ট চঞ্চল গোয়ালা জানান, মঙ্গলবার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী চা বাগানের বড় লাইন এলাকার লক্ষ্মীকান্ত বাউরীর ছেলে চন্দন বাউরী (৫০) সকাল ১০টায় চা বাগানের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। চা বাগানের ৩নং সেকশন এলাকায় গেলে চন্দনের ওপর অতর্কিতভাবে বন্য শূকর আক্রমণ করে।

তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। চা বাগানের লোকজন জানতে পেরে উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তিনি মারা যান।

এদিকে একই দিন সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী বাগানের পশ্চিম লাইনের সৎ নারায়ণ মান্দ্রাজির ছেলে রাচনা (৫০) মাদ্রাজী চা বাগানের ৩নং সেকশন এলাকায় গেলে বন্য শূকর তার ওপরও আক্রমণ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চা বাগানের হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

চঞ্চল আরও জানান, চা বাগানের ৩নং সেকশন এলাকায় ভিতরের রাস্তার দুই পার্শ্বেই কাঁটা তারের বেড়া বিদ্যমান থাকার কারণে চলাচলকারীরা দৌড়ে পালাতে না পারার কারণেই বন্য শূকরের হামলার শিকার হতে হয়েছে। ফুলবাড়ী চা বাগানে বন্য শূকরের হামলার ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ফুলবাড়ী চা বাগানের পার্শ্বেই লাউয়াছড়া জাতীয় উদ্যানের অবস্থান। এখন থেকেই হয়তো খাবারের সন্ধানে বন্য শূকরটি বেড়িয়ে গিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *