‘জয় বাংলা শ্লোগানে সংঘর্ষ, আসামি বিএনপি’

গাজীপুরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম বলেছেন, নিউ মার্কেটে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগ ও ব্যবসায়ীদের মধ্যে। ছাত্রলীগ জয়বাংলা শ্লোগান দিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে। অথচ আসামি করা হলো বিএনপি নেতাদের।

ওই ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা মকবুল হোসেনকে অবিলম্বে মুক্তি ও তার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান সমাবেশের বক্তারা।

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে নগরীর রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক বিক্ষোভ সমাবেশে করেছে গাজীপুর মহানগর বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শওকত হোসেন সরকার।

মহানগর বিএনপির আহ্বায়ক মো: সালাহ উদ্দিন সরকারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপি নেতা আফজাল হোসেন কায়সার, আহমেদ আলী রুশদী, সৈয়দ আক্তারুজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, জিএস সুরুজ আহমেদ, গাসিক কাউন্সিলর তানভীর আহমেদ, সাজ্জাদুর রহমান মামুন, যুবদল নেতা হাফিজুর রহমান রাজু, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুল ইসলাম সরকার, ছাত্রদল নেতা খন্দকার মোনায়েম প্রমুখ।

উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী মাহবুব উল হক গোলাপ, সাংবাদিক দেলোয়ার হোসেন, মো: সরাফত হোসেন, রাশেদুল ইসলাম কিরণ, জিএস নাসিমুল ইসলাম মনির, শেখ মো: আলেক, মো: জাহাঙ্গীর আলম, রবিউল আলম রবি, বাবুল হোসেন, আসাদুজ্জামান আসাদ, ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, শ্রমিক দলের নেতা সহিদুল ইসলাম, শাহাদাৎ হোসেন, মহিলা দলের নেত্রী দীপা মনিসহ বিএনপি ও অঙ্গ দলসমূহের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উৎসঃ dailynayadiganta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *