‘ইফতার প্রোগ্রামে ৫০ জনের বেশী লোক হতে পারবে না, রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না’
সামরিক শাসনের আদলে শেখ হাসিনা এখন দেশে পুলিশি শাসনপ্রতিষ্ঠা করেছে।কারণ সামরিক শাসন হলে সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে আর পুলিশি শাসন কায়েম করে এখন শেখ হাসিনা নিয়ন্ত্রণ করছে।
‘ইফতার প্রোগ্রামে ৫০ জনের বেশী লোক হতে পারবে না,রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না ‘ একজন রাজনৈতিক নেতাকে পুলিশ এই নির্দেশনা দেয়। আর পুলিশের উপস্থিতিতে বিরোধী নেতা-কর্মীদের উপর সরকারি দলের সন্ত্রাসীদের হামলা,বিরোধীদের দমনে মিথ্যা মামলা তো এখন নিত্য-নৈমিত্তিক বিষয়।
দেশটাকে কোথায় নিয়ে এসেছে?
সাবেক ভিপি নুরুল হক নুর