‘রেলকে বন্ধ করতে চেয়েছিল বিএনপি’

বিএনপি রেলকে অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করে বন্ধ করতে চেয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ছাঁটাই করেছিল ১০ হাজার রেল কর্মচারী।

পাশাপাশি বিশ্বব্যাংকের পরামর্শে তারা রেলের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনকেও (বিআরটিসি) বন্ধের পরিকল্পনা করেছিল।

আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর’-এর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘একটি ধ্বংসপ্রাপ্ত দেশকে যে জাতির পিতা গড়ে তুলে নিয়ে এলেন, সে যাত্রাটা যে অব্যাহত রাখতে হবে, সেটিও তারা (বিএনপি) করেনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সব থেকে বড় আঘাত এসেছিল রেলের ওপর। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই রেল বন্ধ করার সিদ্ধান্ত হয়।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আমাদের বিআরটিসি বন্ধের পরিকল্পনা, রেল বন্ধ করার পরিকল্পনা—এসব পরামর্শ দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে সে সময় রেলের দশ হাজার কর্মচারীকে বরখাস্ত করা হয়।’

ব্রেকিংনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *