আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে চাচ্ছে বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলনের মাধ্যমে রাতের ভোটের অবৈধ সরকারের পতন ঘটানো হবে। বুধবার দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরে বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।

রিজভী বলেন, আওয়ামী লীগ উন্নয়নের নামে উড়াল সেতু নির্মাণ করছে। কিন্তু রাস্তার দরিদ্র মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন করছে না। তারা শুধু উন্নয়নের নামে লুটপাট করছে। করোনাকালীন রাষ্ট্র থেকে আওয়ামী লীগ সরকার ২৩ হাজার কোটি টাকা লুট করেছে।

বিএনপির এই নেতা বলেন, দেশের তাঁত শিল্পকে সরকার ধ্বংস করছে। রং সুতার দাম বৃদ্ধি করায় তাঁতীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকে দেউলিয়া হয়ে গেছে। তবুও সরকার এদিকে ভ্রুক্ষেপ করছে না। তারা শুধু উন্নয়নের নামে লুটপাটে ব্যস্ত রয়েছে।

অনুষ্ঠানে বেলকুচি উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলার দুস্থ ২৫০০ পরিবারের মাঝে ঈদ বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *