গ্যাস সরবরাহ বন্ধ করায় যে হুমকি দিলেন পোল্যান্ডের প্রেসিডেন্ট

পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা বলেছেন, তিনি নিশ্চিত যে পোল্যান্ড এবং বুলগেরিয়াতে গ্যাস সরবরাহ বন্ধ করায় চুক্তি লঙ্ঘনের জন্য রাশিয়ার গ্যাজপ্রমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ সফরকালে ডুদা বলেন,মৌলিক আইনি নীতিগুলো ভাঙা হয়েছে, লঙ্ঘন করা হয়েছে। তাই উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং চুক্তির বিধান লঙ্ঘনের জন্য গ্যাজপ্রমের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণও নেওয়া হবে।

এদিকে পোল্যান্ডে রাশিয়ার গ্যাস রপ্তানি বন্ধ করে দেওয়ার খবর প্রচার হওয়ার পর ইউরোপে গ্যাসের দাম ১৭ শতাংশ বেড়ে গেছে বলে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে।

পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি ইয়ামেল পাইপ দিয়ে রাশিয়ার গ্যাসপ্রোম থেকে দেশের চাহিদার ৬০ শতাংশ গ্যাস আমদানি করে থাকে।

এর আগে পোল্যান্ড জানিয়েছিল, এ বছরের শেষ থেকে রাশিয়ার কাছ থেকে আর কোনো গ্যাস না কেনার পরিকল্পনা রয়েছে তাদের। এর বদলে নরওয়ে থেকে নতুন গ্যাসপাইপের মাধ্যমে গ্যাস আনবে তারা।

রাশিয়া আগেই ঘোষণা দিয়েছিল, যেসব দেশ তাদের বন্ধু নয় এবং জ্বালানির মূল্য ইউরো বা ডলারের পরিবর্তে রুবলে পরিশোধ করবে না, তাদের কাছে তেল বা গ্যাস বিক্রি করবে না মস্কো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *