বিশ্বজুড়ে চরম আকার ধারণ করেছে ইহুদি-বিদ্বেষ

বিশ্বজুড়ে বাড়ছে ইহুদি-বিদ্বেষ। গত এক বছরে বিভিন্ন দেশে ইহুদিদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ ঘটনা ভয়াবহ মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে এক গবেষণায়। গবেষণাটি চালিয়েছে ইসরাইলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়।

এতে পাওয়া গেছে, যুক্তরাষ্ট্র, কানাডা, বৃটেন, জার্মানি এবং অস্ট্রেলিয়ায় সবথেকে বেশি ইহুদি-বিদ্বেষ বেড়েছে। এর প্রধান কারণ, দেশে দেশে উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থীদের উত্থান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানি। এ খবর দিয়েছে বিবিসি।

বুধবার এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে। এদিন ছিল ইসরাইলের হলোকাস্ট দিবস। ইসরাইলে এই দিনটি ইয়ম হাসোয়াহ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি ৬০ লাখ ইহুদিকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাযজ্ঞে নিহত ইহুদিদের স্মরণে হলোকাস্ট দিবস পালন করেন ইসরাইলিরা

তবে বিশ্বযুদ্ধের ৭৬ বছর পরও ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা বেড়েই চলেছে। বিশ্বজুড়ে নানা গবেষণার উপরে ভিত্তি করে গবেষকরা এখন বলছেন, গত এক বছরে ইহুদি-বিদ্বেষ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যেসব দেশে ইহুদিদের বড় কমিউনিটি আছে, সেসব দেশেই এ ধরণের ঘৃণা ও হামলা বেশি বেড়েছে।

রিপোর্টে বলা হয়, ইসরাইলের বাইরে বিশ্বে সবথেকে বড় ইহুদি জনসংখ্যা রয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানেও গত বছর তার আগের বছরের তুলনায় দুইগুন বেশি অপরাধের শিকার হয়েছেন ইহুদিরা। ফ্রান্সে এ হার বেড়েছে ৭৫ শতাংশের বেশি।

কানাডাতেও গত ৪০ বছরের মধ্যে ইহুদের বিরুদ্ধে সবথেকে বেশি হামলা রেকর্ড করা হয়েছে। বৃটেনে গত বছরে হামলা বেড়েছে ৭৮ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালের মে মাসে ইসরাইল ও হামাসের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল তার কারণেই এই ইহুদি-বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইহুদিদের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় ঘৃণা ছড়ানো বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *