ইসরাইলের বিরুদ্ধে ‘গুরুতর’ অভিযোগ করল রাশিয়া
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার একটি বিবৃতি দিয়েছে৷ সেই বিবৃতিতে তারা দাবি করছে ইসরাইল ইউক্রেনে কথিত নতুন নাৎসিদের সমর্থন দিচ্ছে৷
রাশিয়ার ভাষ্য অনুযায়ী নব্য নাৎসি হলো আজভস্টালে থাকা আজভ ব্রিগেড নামে একটি মিলিশিয়া বাহিনী৷ যারা ২০১৪ সাল থেকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে৷
রাশিয়ার অভিযোগ, নাৎসি মতাদর্শে অনুপ্রাণিত আজভ ব্রিগেড দোনবাসে রুশ ভাষাভাষিদের ওপর নির্যাতন চালাচ্ছিল৷
রোববার ইতালিয়ান একটি সংবাদ মাধ্যমের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মন্তব্য করেন, নাৎসি বাহিনীর কুখ্যাত নেতা এডলফ হিটলার একজন ইহুদি ছিলেন৷
ল্যাভরভের এমন মন্তব্যের পর ইসরাইল এ তীব্র প্রতিক্রিয়া জানায়৷
এমন মন্তব্যের জন্য ল্যাভরভকে ক্ষমাও চাইতে বলে ইসরাইল৷ বিষয়টি নিয়ে কথা বলেন ইহুদি দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। তারা বলেন, ল্যাভরভের এমন দাবি ভিত্তিহীন। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেন, এটি ক্ষমার অযোগ্য।
আর ইসরাইল কঠোরভাবে রাশিয়ার সমালোচনা করার পর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গুরুতর অভিযোগ করে বলেছে, ইসরাইল ইউক্রেনে নব্য নাৎসিদের সমর্থন দিচ্ছে৷
তাছাড়া ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ইহুদী বলে তাদের দেশে নাৎসি কার্যক্রম চলতে পারে না বিষয়টি সঠিক নয়৷
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ল্যাভরভের এ মন্তব্যটিকেও সমর্থন দিয়ে বলেছে, এটি সঠিক৷
এদিকে হিটলারকে নিয়ে করা মন্তব্যের জেরে রাশিয়া-ইসরাইলের মধ্যকার সম্পর্কে বেশ বড়ই ফাটল ধরেছে৷
রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরও ইসরাইল রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চেয়েছিল৷ কিন্তু সেটি হয়তবা আর থাকছে না৷
সূত্র: আল জাজিরা