ঠায় দাঁড়িয়ে আছে দুই কোটি টাকার কার্লভাট!
চারপাশে ঘনবসতি আর শিক্ষাপ্রতিষ্ঠান। মাঝখানে ঠায় দাঁড়িয়ে আছে দুই কোটি টাকার একটি বড় কার্লভাট। এর দুই পাশে রাস্তা থাকলেও নেই সংযোগ সড়ক। নির্মাণের দীর্ঘদিন পার হলেও সংযোগ সড়ক না হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষের।
পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নে খেজুরা গাছের বাঁধ থেকে মোতালেব মৃধা বাড়ির কার্লভাট পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পাকাকরণ ও একটি বড় কার্লভাট নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ওই কার্লভাটে এ ভোগান্তি।
২০১৯-২০ অর্থ বছরে প্রায় দুই কোটি টাকা ব্যয় ধরা হয় ওই সড়ক এবং বড় কার্লভাটটি নির্মাণে। জোড়াতালি দিয়ে একটি নতুন কার্লভাট নির্মাণ করা হলেও দীর্ঘদিনেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক।
সোহাগ ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয়েছিল দায়িত্ব। কাজ ফেলে রাখায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজনসহ শিক্ষার্থীরা। শুধু কার্লভাট নয়। কার্লভাটর সঙ্গে বরাদ্দ দেয়া সড়কের কাজও ফেলে রাখা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
একটি সূত্র জানায়, ঠিকাদার প্রভাবশালী হওয়ায় উপজেলা প্রকৌশল অধিদপ্তর বার বার ঠিকাদারকে তাগিদ দিয়েও কাজটি সম্পন্ন করতে পারছেন না। তবে এ বিষয় কোনো মন্তব্য ও তথ্য দিতে গড়িমসি করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর।
ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মো. সোহরাব যুগান্তরকে বলেন, খুব দ্রুত কাজ শুরু করা হবে। কাজে কোনো নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হয়নি।
উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন কোনো তথ্য দিতে চাননি। তবে তিনি দাবি করেন, খুব দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু করা হবে।