হাজি সেলিমকে বিদেশ থেকে ফেরত আনতে বাধ্য হয়েছে সরকার

ব্যাপক সমালোচনার মুখে হাজি সেলিমকে থাইল্যাণ্ড থেকে ফিরিয়ে এনেছে সরকার। ঈদের আগে বৃহস্পতিবার হাজি সেলিম গোপনে দেশ ছেড়েছিলেন। দুইদিন পর বিষয়টি প্রকাশ হয়ে গেলে সোস্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। এতে নির্লজ্জ সরকার হাজি সেলিমকে ফিরিয়ে আনতে বাধ্য হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে জরুরী আইনের আরেক অবৈধ সরকারের আমলে দুর্নীতির মামলা করেছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এ মামলায় নিম্ন আদালত তাঁকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছিল।

গত ১০ ফেব্রুয়ারী হাইকোর্ট তাঁর ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করে। আইন অনুযায়ী রায় প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে বিচারিক আদালতে আত্মসমর্পন করার কথা।

সে অনুযায়ী আগামী ১৬ মে’র মধ্যে তাঁকে আত্মসমর্পণ করে কারাগারে যাওয়ার কোন বিকল্প নাই। অথচ, হাইকোর্ট বিভাগের রায়ের পর ১০ বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দেশ ছেড়েছিলেন এক সময় পুরান ঢাকার গডফাদার খ্যাত হাজি সেলিম। দেশ ছাড়ার খবরটি প্রকাশিত হলে সোস্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা অব্যাহত থাকে। হাজি সেলিমের পক্ষ থেকে তখন বলা হয় চিকিৎসার জন্য তিনি থাইল্যাণ্ড গেছেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাজী সেলিমের বিদেশ যাত্রাটা খোদ সরকার প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই হয়েছিল। কিন্তু, বিষয়টি জানাজানি হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে তাকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে।

হাজী সেলিমের বিদেশ যাওয়ার পর সমালোচনার ঝড় উঠলেও সরকার ছিল নীরব। বিদেশ ফেরত আসার পর নীরবতা ভেঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আওয়ামী গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, “আইন মেনেই হাজী সেলিম দেশের বাইরে গিয়েছিলেন। তিনি আইন মেনে আবার দেশে ফিরেছেন।”

এদিকে বৃহস্পতিবার (৫ মে) হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ বলেন, ১৬ মে তারিখের পর যেকোনো দিন হাজী সেলিম হাইকোর্টের নির্দেশনা মেনে আত্মসমর্পণ করবেন। পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনও করবেন তিনি।’

উল্লেখ্য, হাইকোর্টের রায়ের নির্দেশনায় বলা হয়েছিল, অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ আত্মসমর্পণ করতে হবে।

গত ২৫শে এপ্রিল পূর্ণাঙ্গ রায়ের অনুলিপির নথি হাতে পান হাজী সেলিম। নথি পাওয়ার পরপরই হাজী সেলিমের আইনজীবী সাংবাদিকদের জানিয়েছিলেন ঈদের পর যেকোনো দিন আত্মসমর্পণ করবেন। কিন্তু আত্মসমর্পণ না করে ঈদের দুই দিন আগে দেশ ছেড়েছিলেন হাজি সেলিম।

এ প্রসঙ্গে হাজী সেলিমের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, কারাগার থেকে হাজী সেলিম এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। সেই সঙ্গে জামিন আবেদনও করবেন।

উৎসঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *