ফের গ্রেফতার সেই ছাত্রলীগ নেতা

রাজধানীর পল্লবী থানার ছাত্রলীগ নেতা আল আমিনকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে তার স্ত্রীর করা নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত এই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানার এসআই এনায়েত যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আল আমিন ওয়ারেন্টভুক্ত আসামি। ওয়ারেন্ট থাকায় এর আগেও একবার গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার ওয়ারেন্টভুক্ত এ আসামিকে আবারও গ্রেফতার করা হয়।

আল আমিন পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি একই মামলায় গ্রেফতার হন আল আমিন। ওই সময় মাসখানেক জেল খেটে তিনি জামিনে বের হন।

জামিনে বের হয়েই তিনি তার স্ত্রী সালমা সুলতানাকে কয়েক দফা দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় সালমা সুলতানা গত ৩ এপ্রিল পল্লবী থানায় একটি জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, আল আমিন জামিনে বের হয়েই বিভিন্নভাবে তাকে হুমকি-ধমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। জজকোর্টে আপসনামায় স্বাক্ষর করে যে মর্মে কাজ করার কথা ছিল, সেভাবে কাজ না করে উল্টো তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন।

আল আমিনের স্ত্রী সালমা সুলতানা বলেন, আপসের কথা বলে সে আদালত থেকে জামিন নিয়েছে। এ জন্য ১০ এপ্রিল পর্যন্ত সময় নিয়েছে। কিন্তু তারা যোগাযোগ করেনি। উল্টো হুমকি-ধমকি দিচ্ছে। সময়ক্ষেপণ ও আদালতের নির্দেশ না মানায় তার বিরুদ্ধে আবারও ওয়ারেন্ট বেরিয়েছে।

সালমার অভিযোগ, আমার স্বামী আল আমিন ইয়াবায় আসক্ত। দখলদারি, চাঁদাবাজিতে তার জুড়ি নেই। সে কখনও ভালো হবে না। অনেক মেয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে । এ পর্যন্ত হাতেনাতে চারজনকে ধরেছি। বিয়ের পরই সে নারী ও ইয়াবায় আসক্ত হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *