‘ভাইকে বাঘের চেয়েও বেশি ভয় পান ওবায়দুল কাদের’
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারানো একরামুল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার ভাই আবদুল কাদের মির্জাকে বাঘের চেয়েও বেশি ভয় পান।
ইউপি নির্বাচনে কোম্পানীগঞ্জে দলীয় প্রতীক দেয় নাই। কিন্তু কবিরহাটে কেন দেওয়া হলো? কারণ একটাই—কবিরহাটের মানুষ ভালো। কোম্পানীগঞ্জের মতো আবদুল কাদের মির্জা নেই এখানে। ভাইকে বাঘের চাইতেও বেশি ভয় পান তিনি।
বৃহস্পতিবার বিকেলে কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নে নিজ বাড়িতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। সেখানে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নোয়াখালী-৪ আসনের এ সংসদ সদস্য।
ওবায়দুল কাদেরের স্ত্রীকে নিয়ে বিভিন্ন সময় কাদের মির্জার বিষোদগারের বিষয়ে একরামুল করিম চৌধুরী বলেন, একজন ভাবি মায়ের মতো। সেই ভাবিকে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য রাখা হইছে।
এটা কি পৃথিবীর মানুষ দেখে নাই? কোনো বিচার নাই? আমি শুধু একটু বলেছি ওই (রাজাকার) পরিবারের লোক। বাহ! আমার সাধারণ সম্পাদকগিরি বাদ! কত দিন আপনি বাদ রাখবেন? রাখেন। মানুষ যখন ঘুরে দাঁড়ায়, মানুষের যখন মাথায়… তখন হিতাহিত জ্ঞান থাকে না। এখন মানুষ আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর জন্য রেডি হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা কবিরহাটের একজন নেতৃত্ব চাই। আমরা সারাজীবন কি তাদের (কাদের পরিবার) গোলামই থাকবো? পরিবার একটা পুরো বাংলাদেশ কাঁপাই দিয়েছে। আমাকে প্রধানমন্ত্রী হাত বেঁধে দিয়েছে। উনি আমার কাছে খবর পাঠিয়েছেন। আমি যেন একটা কথাও ওদের বিরুদ্ধে না বলি। আমি বলবও না।’
একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি শেখ হাসিনার কর্মী। যারা আমাকে সরাইতে চাইছেন, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারাও থাকেন কিনা, এটা আমাদের দেখার বিষয়। বেশি বাড়াবাড়ি ভালো নয়।
উৎসঃ samakal