শেখ হাসিনার সমর্থন প্রসঙ্গে হোয়াইট হাউস যা বলল

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন ইস্যুতে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, বাংলাদেশসহ সকল দেশগুলোকে ভালো করে ভেবে দেখা দরকার ইতিহাসের কোন পক্ষে তারা অবস্থান নিবে । নিজেদের অবস্থানের বিষয়টি স্পষ্ট করতে আমরা সুনির্দিষ্টভাবে সব দেশকেই আহবান করছি।

ইউক্রেনে রাশিয়া কর্তৃক পরিচালিত যুদ্ধ নামের বর্বরতা আর নৃশংসতায় হতবাক আর ক্ষুব্ধ পুরো বিশ্ব। যুদ্ধ থামাতে চারদিকে যখন জোরালো দাবি উঠেছে তখন অতি সম্প্রতি জাতিসংঘে রাশিয়ার পক্ষে বাংলাদেশের সমর্থনের কারণ ব্যাখা করতে গিয়ে দেশটির পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফ্রিংয়ে এ বিষয়ে মুখপাত্র জেন সাকির দৃষ্টি আকর্ষণ করা হলে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে কথা বলেন তিনি।

ব্রিফ্রিংয়ে রাশিয়া ইস্যুতে বাংলাদেশের অবস্থান প্রসঙ্গে প্রশ্নটি উত্থাপন করেন হোয়াইট হাউসের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী। তিনি জানতে চান- “বাংলাদেশসহ গুটি কয়েকটি দেশ বাদে পুরো বিশ্বই রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিসম্প্রতি সংসদে দেয়া এক বক্তব্যে বলেছেন-‘রাশিয়া বিপদের সময় আমাদের পাশে ছিল। নিশ্চিতভাবেই আমরা্ও তাদের পক্ষে থাকবো।’

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিলো বলে দেশটির সমালোচনা করেন শেখ হাসিনা। যদিও বর্তমানে গঠিত ওই সংসদে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রীর এই বক্তব্য সম্পর্কে আপনার অভিমত কী?”

জবাবে মুখপাত্র জেন সাকি বলেন, ” প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আমার আলাদা করে কিছু বলার নাই। যেটা আমাদের অবস্থান সেটা হলো আমরা সকল দেশকে বলবো-তারা যেনো ভালো করে ভেবে দেখে তারা ইতিহাসের কোন পক্ষে থাকবে। নিজেদের অবস্থানের বিষয়টি স্পষ্ট করতে আমরা সুনির্দিষ্টভাবে সব দেশকেই উৎসাহিত করছি।”

উল্লেখ্য, গত ৩০ মার্চ সংসদে দাড়িয়ে শেখ হাসিনা বলেন, “রাশিয়া আমাদের বিপদের সময় পাশে ছিলো। অবশ্যই আমরা তাদের পক্ষে থাকবো। অথচ ১৯৭১ সালে যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ৭ম নৌবহর পাঠিয়েছিলো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *