‘পালাবেন না ইমরান খান, বিচার হবে’

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল বাবর ইফতিখার যে বিবৃতি দিয়েছেন তাকে গণতন্ত্রের জন্য মুক্ত বাতাসে নিশ্বাস নেয়া বলে অভিহিত করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।

একই সঙ্গে ওই বক্তব্যকে ইতিবাচক বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। বিলাওয়াল বলেছেন,পাকিস্তানের প্রতিটি মানুষ এবং প্রতিষ্ঠানের দায়িত্ব আছে গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনের প্রতি সমর্থন দেয়া।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যের সমালোচনায় মরিয়ম বলেছেন, আপনার মিথ্যা কথা টুকরো টুকরো হয়ে ভেঙে গেছে।

পিপিপির সিনেটর মুস্তাফা নওয়াজ খোকার বলেছেন, ইমরান খানের মিথ্যা দাবিকে প্রকাশিত করে দিয়েছেন সেনা মুখপাত্র। সম্প্রতি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন আইএসপিআরের ডিজি।

তার বক্তব্যের পর সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে প্রশংসা করেছেন রাজনীতিকরা। টুইটারে পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ওই বক্তব্যকে গণতন্ত্রের জন্য মুক্ত বাতাসে নিশ্বাস বলে অভিহিত করেছেন।

তিনি আরও বলেন, পাকিস্তানের প্রতিজন মানুষ এবং প্রতিষ্ঠানের গণতন্ত্র ও সংবিধানের সুরক্ষা এবং আইনের শাসনকে নিশ্চিত করায় সমর্থন করার দায়িত্ব আছে।

তিনি বলেন, পার্লামেন্ট, বিচার বিভাগ এবং এস্টাবলিশমেন্টকে বিতর্কিত ভূমিকা থেকে ফিরিয়ে আনাটা সহজ কাজ হবে না।

ওদিকে মরিয়ম নওয়াজ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করেছেন। জাতীয় নিরাপত্তা নিয়ে তিনি নিজের সরকারকে সুরক্ষা করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ মরিয়মের।

ইমরান খানের উদ্দেশে তিনি টুইটারে লিখেছেন, আপনার শাসনযন্ত্রকে রক্ষা করার জন্য জাতীয় নিরাপত্তা নিয়ে যে নিন্দনীয় প্রচেষ্টা চালিয়েছেন, তার জন্য আপনার জবাবদিহিতার সময় এসে গেছে। এখন সব সময়ের মতো পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ, দেশ আপনাকে পালাতে দেবে না। জবাবদিহিতার মুখোমুখি হোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *