রাশিয়ার হুমকির জবাবে যা বলল যুক্তরাষ্ট্র
গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অফিসিয়ালি চিঠি পাঠিয়েছে রাশিয়া। তারা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, তারা যেন ইউক্রেনে আর অস্ত্র না পাঠায়।
চিঠিতে রাশিয়া হুশিয়ারি দিয়ে বলেছে, যদি অস্ত্র পাঠানো অব্যহত রাখেন তাহলে ভাবতেও পারবেন না এর পরবর্তী পরিণতি কি হবে।
রাশিয়া ইউক্রেনে হামলা করার পরই ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিজেদের সর্বশেষ ঘোষণায় যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইউক্রেনকে আরও ৮০০ মিলিয়ন ডলারের অস্ত্র দেবে।
আর এ ঘোষণা দেওয়ার আগেই রাশিয়া এমন হুমকি দিয়েছিল।
রাশিয়ার হুমকির বিষয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের মুখপাত্র নেড প্রাইসকে সিএনএনের সাংবাদিক ক্যাট বোলডুয়ানকে প্রশ্ন করেছিলেন।
প্রশ্নের জবাবে নেড প্রাইস বলেছেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্র সহায়তা দিয়েই যাবে। জো বাইডেন প্রশাসনকে কোনো কিছু থামাতে পারবে না।
নেড প্রাইস আরও বলেন, রাশিয়ানরা গোপনে কিছু বলে। আবার সরাসরি অনেক কিছু বলে। কিন্তু এর কিছুই যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তা থেকে বিরত রাখতে পারবে না।
এদিকে বাইডেন গত সপ্তাহে যে ৮০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেলেন সেগুলো ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে প্রবেশ করবে, শুক্রবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমনটা জানানো হয়।
যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইউক্রেনকে উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে ১১টি এমআই-১৭ হেলিক্প্টার, ১৮টি ১৫৫ মিলিমিটার কামান ও ৩০০টি ড্রোন।
সূত্র: সিএনএন