ইমরানকে ৩টি প্রস্তাব দিয়েছিল সেনাবাহিনী: শিরিন মাজারি
অনাস্থা ভোটের আগে ইমরান খান পাকিস্তানের সেনাবাহিনীর কাছে কোনো তদবির করেননি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ও সাবেক মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি। তিনি জানান, বরং সেনাবাহিনীই ইমরান খানকে তিনিটি প্রস্তাব দিয়েছিল।
শুক্রবার এক টুইটে তিনি এসব কথা জানান।
তিনি জানান, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টকের সঙ্গে সামরিক বাহিনী বৈঠক করেতে চেয়েছিল। প্রধানমন্ত্রীকে হয় পদত্যাগ নয়ত নতুন করে নির্বাচনে অংশ নিতে হবে উল্লেখ করে তিনটি প্রস্তাব পেশ করেছিল সামরিক বাহিনী।
শিরিন বলেন, আমি তখন বলেছি প্রধানমন্ত্রী রাজনৈতিক অচলাবস্থার সমাধান করতে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ডাকেননি।
তিনি আরও জানান, সামরিক বাহিনী যে তিনটি প্রস্তাব পেশ করেছিল সেগুলো হলো- প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে, পদত্যাগ করতে হবে অথবা বিরোধী দল অনাস্থা প্রস্তাব প্রত্যাহার করবে এবং এর পর নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সূত্র: ডন