প্রমাণ করেছি আমাদের কেউ দাবায়ে রাখতে পারেনি: শামীম ওসমান
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, সামনে ষড়যন্ত্র আছে, সবাই প্রস্তুত থাকুন, এক থাকুন। ৭ মার্চের ভাষণ যে বাঙালি জাতিকে কেউ দাবায়ে রাখতে পারবা না সেই কথা আজ সত্য হয়েছে।
বাঙালিরে কেউ দাবায়ে রাখতে পারেনি, আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে। শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগ নয়, দেশের সম্পদ, আপনাদের সম্পদ।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জের সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, সামনে ষড়যন্ত্র আছে, সবাই প্রস্তুত থাকুন, এক থাকুন। অনেকে আজ গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলেন। যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেন সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করা হয়েছে সেখানে তাকে যেতে দেওয়া হয়নি। ১৬ জুন আমাদের ওপর বোমা হামলা হয়েছিল। নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে স্বাধীনতা বিরোধীদের প্রবেশ নিষেধ করায় আমাকে দেখে নেওয়া হবে বলা হয়েছিল।
তিনি আরও বলেন, আমার ওপর বোমা হামলা হলো। হামলার পর আহত অবস্থায় একটা কথাই বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান।