আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় যাবে জাতীয় পার্টি
জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি বলেছেন, গত নির্বাচনে জাতীয় পার্টি ন্যূনতম আসনে বিজয়ী হয়েছিল।
কিন্তু সেই দিন এখন আর নেই। সততা, নিষ্ঠা ও সুশাসনের প্রতীক হিসেবে আজ আমরা জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছি। তাই গণমানুষের আশা পূরণে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে ক্ষমতায় যাব।
বরিশাল নগরীর শহিদ আবদুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির হলরুমে শনিবার সন্ধ্যায় জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
রানা মোহাম্মদ সোহেল বলেন, আগামী নির্বাচনে বিজয়ী হতে দলের নেতাকর্মীদের মনোমালিন্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ক্ষমতায় না থেকেও যে নেতাকর্মীরা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ঐক্যবদ্ধতায় দল আরও গতিশীল হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।
মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট এমএ জলিল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কামরুজ্জামান চৌধুরী কামাল, ঝালকাঠি জেলা সভাপতি আনোয়ার হোসেন আনু, পটুয়াখালীর সহসভাপতি মোহাম্মদ জাফর, পিরোজপুরের সদস্য সচিব বশির আহমেদ, বরগুনার যুগ্ম আহবায়ক খলিলুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।