‘এ সরকার পালানোর পথ খুঁজে পাবে না’

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নীরব বলেছেন, যুবসমাজকে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। যুবসমাজের ঐক্যবদ্ধ আন্দোলনে এ সরকারের পতন ঘটানো হবে। গণআন্দোলনের মুখে এ সরকার পালানোর পথ খুঁজে পাবে না।

শনিবার গাজীপুর মহানগরের বাসন টেকনগপাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে জেলা যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।

জেলা যুবদলের আহ্বায়ক আতাউর মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুরতাজুল করিম বাদরু,

যুবদল কেন্দ্রীয় নেতা এসএম জাহাঙ্গীর হোসেন, জাকির হোসেন নান্নু, শাহ আলম চৌধুরী, মহসিন ইসলাম বিদ্যুৎ, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ, মহানগর যুবদলের আহ্বায়ক এজিএস সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, যুবদল নেতা এমারত হোসেন মুসল্লি, আনোয়ার বেপারী, আবু তাহের প্রধান, জুনায়েত লিয়ন, সেলিম হোসেন প্রমুখ।

© JUGANTOR.COM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *