জাতীয় ঐকমত্য তৈরিতে আগ্রহী ‘এবি পার্টি’ ও মন্টুর ‘গণফোরাম’
নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন এবং দেশ পুনর্গঠনের ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য তৈরিতে কাজ করতে আগ্রহী ‘এবি পার্টি’ ও মোস্তফা মোহসীন মন্টুর ‘গণফোরাম’। চলমান রাজনৈতিক সংকটে জাতীয় ঐক্য ও সংহতিকে প্রাধান্য দিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পরস্পর মতবিনিময় এবং দ্বিপাক্ষিক সংলাপে দুদল এই আগ্রহ প্রকাশ করে।
মঙ্গলবার বিকাল ৪টায় মতিঝিলের গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
গণফোরাম একাংশের আমন্ত্রণে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধি দল বিকাল ৪টায় গণফোরাম কার্যালয়ে পৌঁছায়।
তাদের স্বাগত জানান গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান ও মো. হাসিব চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এবং দপ্তর সম্পাদক শরীফ আব্দুল্লাহসহ শীর্ষ নেতারা।
এবি পার্টির নেতাদের মধ্যে প্রতিনিধি দলে ছিলেন- যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ও বিএম নাজমূল হক, কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, এবি যুব পার্টির সদস্য সচিব শাহাদাত উল্লাহ টুটুল এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতানা রাজিয়া।
এবি পার্টি নেতারকে ধন্যবাদ জানান গণফোরাম একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু। তিনি নতুন রাজনৈতিক দল হিসেবে এবি পার্টির উদ্যোগকে সাধুবাদ এবং তাদের প্রতিশ্রুতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শুধু নির্দলীয় নির্বাচনই সমাধান নয়; দেশ পুনর্গঠনের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে জাতীয় ঐকমত্য তৈরিতে আমাদেরকে কাজ করতে হবে। ঐকমত্য তৈরির জন্য লিয়াজোঁ কমিটি গঠন করে কাজ করার প্রস্তাব করেন মন্টু।
অধ্যাপক ড. আবু সাইয়িদ এবি পার্টির রাষ্ট্র মেরামতের রূপরেখার ওপর পর্যালোচনা তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মের জন্য এই প্রস্তাবনাগুলো ইতিবাচক ও আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। তিনি বাংলাদেশের রাজনীতিতে বিকল্প আশা জাগানিয়া কর্মসূচি গ্রহণের জন্য অভিজ্ঞতালব্ধ বিশ্লেষণ তুলে ধরেন।
এবি পার্টির আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী আমন্ত্রণের জন্য গণফোরামের (একাংশ) নেতাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি গণফোরামের সঙ্গে সংলাপকে বর্তমান সময়ে খুবই ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
সংলাপ ও মতবিনিময়কালে উভয় দলের নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন- গণফোরাম (একাংশ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, গণফোরামের (একাংশ) নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান ও এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
সভায় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ও আন্দোলন কর্মসূচি নিয়ে খোলামেলা আলোচনা করেন। রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্ব ও পরস্পরের প্রতি কাঁদা ছোড়াছুড়িকে তারা জাতীয় রাজনীতির একটা সমস্যা হিসেবে চিহ্নিত করেন। তারা গতকাল (সোমবার) ঢাকা মহানগরের উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার ছিটকে পড়ে ৫ জনের মর্মান্তিক মৃত্যু ও চকবাজারে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে ৬ জন মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা এসব ঘটনায় সরকারের ‘দায়িত্বহীনতা’ ও ‘ব্যর্থতার’ তীব্র সমালোচনা করেন এবং দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনসহ যথাযথ ক্ষতিপূরণের জোর দাবি জানান।
মতবিনিময় শেষে গণফোরাম (একাংশ) নেতাদেরকে দলের খসড়া গঠনতন্ত্র ও দলীয় পরিচিতি সংবলিত বুকলেট উপহার দেন এবি পার্টি নেতারা।