‘পুলিশকে ব্যারাকে রেখে মাঠে আসুন’

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন খেলা হবে। পুলিশকে ব্যারাকে রেখে মাঠে আসুন, রাজনৈতিক খেলা খেলি।

কিন্তু আপনারা সেই খেলা জানেন না। তাই আপনারা এখন ইভিএম দিয়ে খেলতে চান। কারণ আপনারা ইভিএম বানিয়েছেন নৌকাকে পাশ করাতে; কিন্তু এবার আপনাদের কোনো নীলনকশা কাজে আসবে না।

তিনি বলেন, মানুষ জেগে ওঠেছে। বিশ্ববাসী আপনাদের গুম-খুন আর দমন-পীড়ন প্রত্যক্ষ করেছে। তাই প্রতিবেশী দেশের কাছে ক্ষমতা টিকিয়ে রাখার যতই আবদার করুন না কেন, কিছুতেই কাজ হবে না।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মহিলা দলের নেতাকর্মীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহিলা দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১ জন নারীকে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের প্রধান ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন।

জেলা মহিলা দলের সভাপতি লুৎফা আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনিপর সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হেলেন জেরীন খান, বিএনপির কেন্দ্রীয় নেতা প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *