বিএনপির কেন্দ্রীয় নেতার গাড়ি ভাঙচুর
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খানের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুরের মুক্তার ফোয়ারা চত্বরে এ ঘটনা ঘটে। তিনি সখীপুরে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে ঢাকা ফেরার পথে এ ঘটনার শিকার হন। তবে আহমেদ আযম খান অক্ষত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সখীপুর পৌর আওয়ামী লীগ মুক্তার ফোয়ারা চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।
একই সময় উপজেলা বিএনপি মুজিব কলেজ মোড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আহমেদ আযম খান সন্ধ্যায় সমাবেশ শেষ করে ফেরার পথে মুক্তার ফোয়ারা চত্বরে আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানের পাশ দিয়ে প্রাইভেট কারে যাচ্ছিলেন।
এ সময় আহমেদ আযম খানের গাড়ির সামনে মোটরসাইকেল আরোহী কয়েকজন বিএনপি নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান দিলে সমাবেশ থেকে ছাত্রলীগের কর্মীরা চেয়ার নিয়ে এসে গাড়িতে হামলা করেন। চেয়ারের আঘাতে গাড়ির সামনের কাচ ভেঙে যায়। এ সময় আহমেদ আযম খানের গাড়ির চালক দ্রুত গাড়িটি নিয়ে রাজধানী ঢাকার দিকে চলে যান।
পৌর আওয়ামী লীগের সভাপতি আহাম্মদ আলী মিয়া বলেন, আওয়ামী লীগের সমাবেশ চলাকালে বিএনপির নেতা-কর্মীদের অশ্লীল স্লোগান ঘটনাটি উসকে দেয়। ওই সময় বিক্ষুব্ধ কয়েকজন নেতা-কর্মী আযম খানের গাড়িতে কয়েকটি চেয়ার ছুড়ে মারেন। এতে গাড়ির কাচ ভাঙার কথা নয়। ওই গাড়িতে কেউ হামলা করেনি।
এ বিষয়ে আহমেদ আযম খান বলেন, আওয়ামী লীগের সমাবেশের পাশ দিয়ে নীরবে ঢাকায় ফেরার পথে সখীপুরের মুক্তার ফোয়ারা চত্বর এলাকায় তিনি হামলার শিকার হন। হামলায় তাঁর গাড়ির সামনের কাচ ভেঙে গেছে।
এদিকে গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সখীপুর উপজেলা বিএনপি রাত পৌনে আটটার দিকে পৌর শহরে মিছিল বের করে।