যে কারণে সমাবেশ স্থগিত করল বিএনপি
ছাগলনাইয়ার ঘোপালে আওয়ামী লীগের পালটা কর্মসূচির কারণে বিএনপির পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি পালন করতে পারেনি বলে অভিযোগ করেছে দলটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুক্রবার দুপুরে বিক্ষোভে মিছিল সমাবেশ আহবান করেছিল ঘোপাল ইউনিয়ন বিএনপি। আওয়ামী লীগের পালটা কর্মসূচির কারণে তা স্থগিত করা হয়।
বৃহস্পতিবার একই কর্মসূচি পালন করতে গিয়ে ঘোপালের পাশের ইউনিয়ন শুভপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মার খেয়েছে ছাত্রলীগ-যুবলীগের হাতে। ওই মারধরের ভিডিও ফেসবুকে ভাইরাল হলে পুরো উপজেলায় ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘোপাল বিএনপির নেতারা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোপাল ইউনিয়নে এই পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচি জানার পর স্থানীয় আওয়ামী লীগসহ যুবলীগ ও ছাত্রলীগ বৃহস্পতিবার রাতে পালটা কর্মসূচির আহবান করে। এতে সংঘর্ষ এড়াতে বিএনপির কর্মসূচি স্থগিত করা হয়।
ঘোপাল ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ মোস্তফা জানান, ফেনী জেলা বিএনপির নির্দেশে ঘোপালের কর্মসূচি বাতিল করা হয়েছে।
ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার যুগান্তরকে বলেন, এ মুহূর্তে আমাদের শক্তি ক্ষয় করার কোনো দরকার নেই। আমরা কোনো সংঘাতে যেতে চাচ্ছি না। যেখানে আমরা প্রোগ্রাম দিচ্ছি সেখানে তারা কাউন্টার প্রোগ্রাম দিয়ে মারামারির একটা পথ তৈরি করে। হামলা করে তারা আবার মামলাও দেয় আমাদের নামে। এজন্য আমরা সবাইকে বলছি যারা পারবেন না করতে তারা করবেন না।
পালটা কর্মসূচি বিষয়ে ঘোপাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এফ এম আজিজুল হক মানিক দাবি করেন, ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করেছেন।
তিনি বলেন, বিএনপির কোনো কর্মসূচি ছিল কিনা আমরা জানি না। আমরা কোনো পালটা কর্মসূচি দেইনি। ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শুক্রবার দিনব্যাপী মিছিল সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করেছি আমরা।