‘পুলিশ বাদে যত আছে সব দল আসুক জামায়াত একাই থাকবে মাঠে’

যুবলীগই বিএনপি-জামায়াত প্রতিরোধ করবে: নিখিল শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে যুগান্তর। খবরটি ফেসবুক পেজে শেয়ার করা হলে নেটিজেনরা সমালোচনায় মেতে ওঠেন। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অনেকে। বলেছেন পুলিশ ছাড়া মাঠে নামতে। আসুন দেখে নিই এক পলকে কমেন্টসহাবের সংগৃহীত সাধারণ মানুষের কমেন্টগুলো।

Ahmed Hoassin বলেছেন, পুলিশ বাদে তর যত আছে সব দল আসুক জামায়াত একাই থাকবে মাঠে

Foyes Uddin Manik বলেছেন, “বদ চিন্তা-বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা”

Mir Nurul Amin Apu বলেছেন, যুক্তিক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ মিছিল মিটিং নাগরিক অধিকার, এতে বাধা আসলে, বাধা আসবে যেখানে লড়াই টা হবে এবার সেখানে ।

Mofizul Islam বলেছেন, রাজনৈতিক এ হেন স্টাইল ভবিষ্যতে ভয়াবহ রুপ নেবে। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে যুব সমাজ কে ব্যাবহার করে যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে।

Taijul Islam বলেছেন, চ্যালেঞ্জ আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন সহ মাঠে নামেন পুলিশ থাকবে রেফারি প্রতিপক্ষ টিম থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

Md. Himu Bhuiyan বলেছেন, বড় বড় ডায়ালগ যারা দিচ্ছে তাদের জন্য পরামর্শ হলো আগে বাংলাদেশ আওয়ামীলীগের আন্দোলন লড়াই সংগ্রামে ইতিহাস ভালো করে জানুন তারপর খেলতে আসেন,দয়া করে ফেইসবুক না ফাটিয়ে মাঠে কিছু করে দেখান,জনগণের জান মাল নিরাপদের জন্য পুলিশ কাজ করবে এটাই স্বাভাবিক, যখন সময় হবে তখন পুলিশ ছাড়াই মাঠে থাকবে আওয়ামীলীগ ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠন।

Shiful Islam Swapon Sis বলেছেন, মাঠে থাইকেন ভাই,,, কার কত জোর রাজপথেই ফয়সালা হবে যুবলীগের বিরুদ্ধে।।।।।

Alamgir Hossin Alam বলেছেন, বাপের বেটা হলে পুলিশ লীগ ছাড়া মাঠে নামুন দেখা যাবে কার কতটুকু মুরাদ।

Ruhul Amin Al-azadi বলেছেন, বছরের ৩৬৫ দিনের ভিতর বেশি না. মাত্র ০১টা দিন জি মাত্র ০১ টা দিন সৎ সাহস থাকলে পুলিশ ছাড়া মাঠে নামুন । খেলা উপভোগ করা যাবে।

Shahid Ahmed বলেছেন, পূলিশ ছাড়া যুবলীগ রাজপথে পাঁচ মিনিট ও টিকতে পারবেনা।

Jahid Hassan Bettol বলেছেন, এধরনের অশালীন বক্তব্য থেকে বিরত থাকায় উত্তম

কি ছিল নিখিলের বক্তব্যে?

যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, পরাজিত শক্তি বিএনপি-জামায়াত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নির্দেশে যুবলীগই তাদের প্রতিরোধ করবে। আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করে ক্ষমতায় আনতে যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রোববার রাজধানীল ছোলমাইদ উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুরো সংবাদটি পড়তে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *