‘টাকা-পয়সা দিয়ে রাজপথ দখলের চেষ্টা করছে বিএনপি’

বিএনপি তার দোসরদের নিয়ে টাকা-পয়সা দিয়ে রাজপথ দখল ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোকসভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান বক্তা ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভাটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানো যাবে না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।

আওয়ামী লীগ সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাওয়ার সংক্ষিপ্ত শর্টকাট রাস্তা খুঁজছে। তিনি বলেন, গণতন্ত্রের ডাক দিয়ে এদেশে ক্ষমতায় যাওয়া যাবে না। নির্বাচন করেই জনগণ যাকে চাইবে তাকেই ক্ষমতায় যেতে হবে।

বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান সন্দেহাতীতভাবে জড়িত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। শোকসভায় দলটির প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, নিরপেক্ষ-নির্দলীয় সরকারের কোনো সুযোগ নেই। এ ইস্যুতে কেউ আগুন সন্ত্রাসসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বসে থাকবে না। রাজপথে উচিত জবাব দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *