শমসের মবিন চৌধুরীর সঙ্গে ডিনারে ভারত-যুক্তরাজ্যসহ ৭ দেশের কূটনীতিক
রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রদূত শমসের মবিন চৌধুরীর সঙ্গে ডিনারে অংশ নিয়েছেন ভারত ও যুক্তরাজ্যসহ সাত প্রভাবশালী দেশের কূটনীতিকরা।
মঙ্গলবার রাতে তার বনানীর ডিওএইচএসের বাসায় যান কূটনীতিকরা। রাত সাড়ে ১০ পর্যন্ত তারা সেখানে ছিলেন।
কূটনীতিকদের মধ্যে ছিলেন— ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নার্দিয়া সিম্পসন।
ডিনারে আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও উপস্থিত ছিলেন বলে একটি সুত্র জানিয়েছে।
জানতে চাইলে শমসের মবিন চৌধুরী যুগান্তরকে বলেন, ভারতের হাইকমিশনার চলে যাচ্ছেন, তার জন্য ডিনার পার্টি ছিল। সেখানে ভারতের হাইকমিশনার, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, সুইডেনসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা ছিলেন।
কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়নি। এটি পুরোপুরি সামাজিক একটি অনুষ্ঠান ছিল।
আরেক প্রশ্নের জবাবে শমসের মবিন চৌধুরী বলেন, এটি আমার ব্যক্তিগত ডিনার পার্টি ছিল। বিকল্প ধারার সঙ্গে আমার এখন আর কোনো সম্পৃক্ততা নেই।
প্রসঙ্গত, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বীর বিক্রম একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। বিকল্পধারায় গেলেও তাকে দলটির রাজনীতিকে খুব একটা সক্রিয় দেখা যায়নি।