চীনের ঋণ কূটনীতির ব্যাপারে বিশ্বকে সতর্ক করেছে বাংলাদেশ!
সালেহ্ বিপ্লব: এএনআইর খবরে বলা হয়েছে, চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) ক্রমেই শঙ্কা ছড়াচ্ছে সারাবিশ্বে, বিশেষ করে এই উদ্যোগের আওতায় যারা ঋণ নিয়েছে, সে সব দেশ সতর্ক হওয়ার প্রয়োজন বোধ করছে।
কারণ একটাই, বিআরআইর আওতায় বিনিয়োগ করে চীন শুধু নিজের লাভই দেখছে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সংকটে পড়া ঋণগ্রহীতা দেশগুলোর ভালোমন্দের প্রতি বেইজিং-এর কোনো আগ্রহ নেই।
ফিনান্সিয়াল টাইমস ও ফিনান্সিয়াল পোস্টের বরাত দিয়ে এএনআই বলছে, দুটি কারণে বিশ্বকে সতর্ক হতে হবে।
প্রথমতঃ বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ বিষয়ে দেশগুলোকে সতর্ক করেছেন।
দ্বিতীয়তঃ জাম্বিয়া সম্প্রতি ১ দশমিক ৬ বিলিয়ন ডলারের একটি চীনা ঋণ প্রকল্প বাতিল করেছে।
সংবাদ সংস্থাটি বলছে, আ হ ম মুস্তফা কামাল উন্নয়নশীল দেশগুলোকে সতর্ক করে বলেন, চীনের বিআরআই ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশগুলোর কমপক্ষে দুবার ভাবা উচিত। চীন দিনে দিনে তার ঋণগ্রহীতাদের প্রতি কঠোর থেকে কঠোরতর হচ্ছে। ঋণভারে জর্জরিত দেশগুলোর সুবিধা অসুবিধা বিবেচনা করছে না।