বিএনপির দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বিএনপির দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ ১৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মী ও সমর্থকদের আসামি করে মামলা করা হয়।
পাকুন্দিয়া থানার এসআই শাহ কামাল বাদী হয়ে শনিবার রাতে এ মামলা করেছেন। এ মামলায় এজাহারভুক্ত ২৪ আসামিকে শনিবার রাতব্যাপী অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, রোববার বিকালে গ্রেফতার ২৪ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনায় বিএনপির দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনসহ ১৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার নেতাকর্মী ও সমর্থকদের আসামি করে মামলা করা হয়।
পাকুন্দিয়া থানার এসআই শাহ কামাল বাদী হয়ে শনিবার রাতে এ মামলা করেছেন। এ মামলায় এজাহারভুক্ত ২৪ আসামিকে শনিবার রাতব্যাপী অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, রোববার বিকালে গ্রেফতার ২৪ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।