‘ইউরোপের নেতাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা মঙ্গলবার বলেছেন, ইউরোপের নেতাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। যার কারণে এখন জ্বালানি সংকটে পড়েছে ইউরোপ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, রাশিয়ার সঙ্গে জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে ইউরোপের নেতাদের উদ্ধুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। যা ছিল পুরোপুরি ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত।
মারিয়া জাকারোভাকে জিজ্ঞেস করা হয় কি সিদ্ধান্ত নিলে বা কি করলে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ পুনরায় চালু করবে রাশিয়া।
এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে মারিয়া বলেন, শুনুন, আপনি আমাকে এমন প্রশ্ন করছেন যার উত্তর বাচ্চারাও জানে: যারা এটি শুরু করেছে তাদের এটি শেষ করতে হবে।
মারিয়া দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে ইউরোপের বৃহত্তম জ্বালানি আমদানীকারক দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে যুক্তরাষ্ট্র। তারা বিভিন্ন উস্কানি ইইউর মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে।
তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যই প্রাধান্য পেয়েছে।
এটি অবশ্যই আত্মঘাতীমূলক। কিন্তু দেখে মনে হচ্ছে তাদের এটির মধ্য দিয়েই যেতে হবে, যোগ করেন মারিয়া জাকারোভা।
সূত্র: দ্য গার্ডিয়ান